স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশে অবস্থান করবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। গত ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফিটি বিশ্ব ভ্রমণে বের হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে। ইতিমধ্যে ট্রফিটি অবস্থায় করেছে পাকিস্তানে।
সোমবার পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে এই ট্রফির উন্মেচন হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসছে ভারতে। ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে।
পাকিস্তানে ১১ ও ১২ জানুয়ারি, বাংলাদেশে ১৪ ও ১৫ জানুয়ারি এবং শ্রীলঙ্কাকে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। সবশেষ ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ করে ১ ফেব্রুয়ারী দিল্লীতে পৌঁছবে।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস