স্পোর্টম ডেস্ক: ঘরের দুয়ারে কড়া নাড়ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে তার আগে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলায় ব্যস্ত এখন যুব টাইগাররা। প্রথম অনুশীলন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। দলের সবারই তাই বিশ্বকাপে অনেক ভালো করার প্রত্যয়।
বিশ্বকাপকে ঘিরে নিজেদের নানা পরিকল্পনার কথা জানালেন প্রস্তুতি ম্যাচের নায়ত সাইফ হাসান। ক্যারিবীয় দলের বিপক্ষে জয়ের ম্যাচে সাইফ খেলেছেন ৫ চার ও এক ছয়ে ৩৯ রানের দারুণ এক ইনিংস।
ম্যাচ শেষে সাইফ বলেন, ‘স্যার আমাদের বলেছে বিশ্বকাপের আগে এই তিনটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আমরা চেষ্টা করছি ভালো রান পেতে। চেষ্টা করবো বিশ্বকাপে পুরো আত্মবিশ্বাস নিয়েই ঢুকতে।’
এবারের বিশ্বকাপে কাদের বেশি বাঁধা মনেহয়? ডানহাতি এই ব্যাটসম্যান অবশ্য কাউকেই এগিয়ে রাখলেন না, ‘ক্রিকেট খেলায় যে কোন দল ঘুরে দাঁড়াতে পারে। আমরা এমন কিছু চিন্তা করছি না যে দক্ষিণ আফ্রিকা পারবে না, ভারত পারবে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সব দলই শক্তিশালী। আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো।’
নিজেদের জয় প্রসঙ্গে সাইফ বলেন, ‘ক্যারিবীয়রা ভালো বোলিং করেছে। তবে উইকেট ছিল ব্যাটিং সহায়ক। তাই আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। ফলে আমরাই জয় পেয়েছি।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল