সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১০:২৬:৫২

টাইগাররা হারার জন্য মাঠে নামে না: সাকিব

টাইগাররা হারার জন্য মাঠে নামে না: সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল বরাবরই টি-২০ ম্যাচ কম খেলার সুযোগ পেয়ে থাকে। তাই তো টি-২০ ফরম্যাট চালুর পর থেকে এখন পর্যন্ত টাইগাররা খেলেছে মাত্র ৪৬টি ম্যাচ। যা বড় দলগুলোর তুলনায় অনেক কম।

কম ম্যাচ খেলার কারণে টি-২০ ম্যাচে বাংলাদেশের সফলতার হারও কম। বলতে গেলে এখন পর্যন্ত বাংলাদেশ তাদের দলীয় রান ২০০ পার করতে পারেনি।  তবে চলতি মাস থেকে বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত থাকবে শুধু টি-২০ ম্যাচ খেলায়। চলতি মাসে জিম্বাবুয়ে সিরিজ শেষ করে টাইগাররা ভারতে যাবে বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ শেষ করে দেশের মাটিতে খেলবে এশিয়াকাপ।
টি-২০তে টাইগাররা বরাবরই ব্যর্থ হওয়ার প্রসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘আমাদের ম্যাচ কম ছিল বলে আমাদের ব্যর্থতার পাল্লা ভারি বেশি। তবে এটুকু মনে রাখবে টাইগাররা এখন হারার জন্য মাঠে নামে না।’

খুলনায় অনুশীলন শেষে সাকিব আরও বলেন, ‘যে ধরনের উইকেটে দুশো রান হয়, তেমন উইকেটে আমরা খেলি না। বেশির ভাগ সময় খেলি লো স্কোরিং উইকেটে। দুশো রান করা তাই কঠিন হয়ে যায়। আর বিদেশে খেললে আমাদের জন্য কঠিন হয়ে যায়।’

তবে আশাবাদী সাকিব মনে করেন আগামীতে সবই হবে। না হলেও আক্ষেপ নেই তার। কারণ জয়টাই বেশি গুরুত্বপূর্ণ বাঁহাতি এই অলরাউন্ডারের কাছে, ‘আশা করি, সামনে ভালো উইকেটে খেলা হবে। গত বছর দেখেছি, ভালো উইকেটে খেললে আমাদের ব্যাটসম্যানরা অনেক রান করে। তবে আমরা উইনিং টোটালের কথা চিন্তা করব। দুশো করে হারার চেয়ে দেড়'শ করে জেতা গুরুত্বপূর্ণ।’
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে