সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১০:৪২:২৫

ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখার আগে, এই পাঁচটি তথ্য আপনার জানা উচিত?

ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখার আগে, এই পাঁচটি তথ্য আপনার জানা উচিত?

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের আগে ভারত ও অস্ট্রেলিয়ার দল নিয়ে কিছু উল্লেখযোগ্য তথ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১. ২০০৮ সালের পর এবং গত বিশ্বকাপের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ১টি সেঞ্চুরি করেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৮ রান করেন ওপেনার রোহিত শর্মা। পরবর্তীতে বিশ্বকাপেই ৩টি সেঞ্চুরি হাকান ভারতীয় ব্যাটসম্যানরা।

২. ২০১৪ সালের ১৬ নভেম্বর দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ হেরেছিলো অস্ট্রেলিয়া। এরপর দেশের মাটিতে টানা ১৪টি ওয়ানডে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।

৩. ২০০০ সালের পর দেশের মাটিতে ১৭টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে মাত্র তিনটি সিরিজ হেরেছে তারা। আর ১০টি সিরিজ জিতলেও, ৪টি সিরিজ হয় ড্র।

৪. আর ১৬৯ রান করলেই ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ হবে কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে তা করতেই পারলেই দ্রুত ৭ হাজার রান করার তালিকায় রেকর্ড করবেন কোহলি। ফলে ভেঙ্গে যাবে দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ১৬৬ ইনিংসে ৭ হাজার পূর্ণ করেছিলেন ডি ভিলিয়ার্স। আর বর্তমানে ১৫৮ ইনিংসে ৬৮৩১ রান কোহলির।

৫. সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রান করলে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিসেবে দ্রুত ২’হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এ্যারন ফিঞ্চ। বর্তমানে ৫০ ইনিংসে ১৮৬৫ রান রয়েছে ফিঞ্চের ভান্ডারে। ২২ ইনিংসে ২ হাজার রান করে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে তালিকায় নাম তুলেন ডেভিড বুন। সূত্রে- বাসস
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে