স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির ২০১০ সালে ফিক্সিং কেলেংকারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন পাঁচ বছর। সম্প্রতি তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। তবে জাতীয় দলে ফিরতে তার প্রচন্ড বেগ পেতে হয়েছে।
সতির্থ অনেক ক্রিকেটার তার বিপক্ষে ছিল। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজাহার উদ্দিন পদত্যাগ পর্যন্ত করেছিলেন। তবে তিনি পাশেও পেয়েছেন অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটারকে। এবার তিনি পাশে পাচ্ছেন পুরো নিউজিল্যান্ড দলকে।
মোহাম্মদ আমিরের বিপক্ষে খেলতে খোদ ব্ল্যাক ক্যাপস দলেরও কোন আপত্তি নেই। এমনটা জানিয়েছেন দলের বোলিং কোচ ও সাবেক ইংলিশ পেসার দিমিত্রি মাসকেরানহাস।
দিমিত্রি মাসকেরানহাস বলেছেন, নিউজিল্যান্ড দল আমিরের অতীত নয়, বরং তার বর্তমানের দক্ষতার উপরই বেশি মনোযোগ দিচ্ছে।
বললেন, ‘কাকে খেলাবে আর কাকে খেলাবে না এটা তো প্রশাসনের ব্যাপার। আমরা সবাই জানি, আমির দারুণ একজন বোলার। ওকে সামলানোর ছক কষতেই বেশি মনোযোগ দিচ্ছি আমরা।’
নিউজিল্যান্ডের ভিসা পাওয়া নিয়েও আমিরকে জটিলতার মুখে পড়তে হয়েছিল। মূলত, স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিন মাসের জেল খাটার কারণেই তাকে এমন জটিলতায় পড়তে হয়। এই ব্যাপারে মাসকেরানহাস বলেন, ‘সে যাই হোক, এখন তো সে ছাড়পত্র পেয়ে গেছে। আর তাই, আমিরের বিপক্ষে খেলতে না চাওয়ার কোন কারণ নেই!’
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল