স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন। তবুও জাতীয় দলের ফুটবলারদের আত্মতুষ্টিতে ভুগতে নিষেধ করেছেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। ঢাকা পর্বের আগে প্রতিপক্ষ মালয়েশিয়াকে গোল শূণ্য অবস্থায় উড়িয়ে দিতে চান এমিলি-মামুনুলরা।
সাফ ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে নিজেদের প্রমাণ করতে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসরে মামুনুলরা। শুরুটাও দারুন। ৪-২ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ফুটবলাররা।
যশোর অধ্যায় শেষে ঢাকায় ভিডিও সেশনের পর প্রথম অনুশীলনে মামুনুলরা। সাফের শেষ ম্যাচে ভূটান আর বঙ্গবন্ধু গোল্ড কাপে লঙ্কা, টানা জয়ে আত্মবিশ্বাসী মারুফুল হক শিষ্যরা। তবে আতœতুষ্টিতে ভেসে যেতে বারণ সহকারী কোচের।
পরবর্তী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে আগামী ১২ তারিখের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ তারিখে
মাঠে নামবে বাংলাদেশ।
তবে এরই আগে অনুশীলনে চোট পান গোলের মধ্যে থাকা সাখওয়াত হোসেন রনি। তবে এ আঘাত চিন্তার কারণ হয়নি লাল সবুজদের ।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস