সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১১:২৪:৫৪

প্রথমে মেয়ে, এরপর রাহুল দ্রাবিড়কে মেয়ের বাবার বিয়ের প্রস্তাব

প্রথমে মেয়ে, এরপর রাহুল দ্রাবিড়কে মেয়ের বাবার বিয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: সাবেক ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দলের অধিনায়ক ছিলেন।  ভারতের ‘ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড় বিয়ে করেছেন অনেক দিন আগে। বলতে গেলে তার ছেলে আর ক’দিন পর জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলবে।

তবে বহুদিন পর দ্রাবিড় বিয়ের প্রস্তাব পেয়েছে।  মূলত দ্রাবিড়ের ৪৩ তম জন্মদিনে টুইটারে দারুণভাবে ট্রেন্ড করল ‘শুভ জন্মদিন দ্রাবিড়’। দেখে নেওয়া যাক এবারের জন্মদিনটা কীভাবে মনে থাকবে দ্রাবিড়ের।


এক অল্পবয়সী মহিলা সাংবাদিক সিঙ্গাপুর থেকে সাক্ষাত্‍কার নিতে আসেন। সাক্ষাত্‍কার শেষ হয়ে যাওয়ার পর দ্রাবিড়কে বিয়ের প্রস্তাব দেন সেই তরুণী সাংবাদিক। দ্রাবিড় বিরক্ত হয়ে সেই প্রসঙ্গ পরিবর্তন করতে থাকেন।


এরপর সেই মহিলার বাবা এসে দ্রাবিড়ের কাছে আবেদন জানান, তিনি যেন তাঁর মেয়েকে বিয়ে করেন। দ্রাবিড় পুরো ঘটনায় হকচকিয়ে যান। এরপরেই পুরো ঘটনায় পরিষ্কার হয়ে যায়। এমটিভি বকরা নামের এক অনুষ্ঠানে দ্রাবিড়কে ঠকানোর জন্য এমন পরিকল্পনা করা হয়েছিল। অনুষ্ঠানের নিয়ম মতই দ্রাবিড়কে পরানো হয় বকরা টুপি। দ্রাবিড় সব বুঝতে পেরে হেসে ফেলেন।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে