স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসান হবে কোটি ফুটবল ভক্তের অনেক জল্পনা-কল্পনার। কার হাতে উঠছে এই বছরের পুরুষ ফুটবলের বর্ষসেরার পুরস্কার? ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালন ডি’ অর জিতে নেবেন লিওনেল মেসি? তবে তারই আগে মেসির ভক্তদের জন্য বয়ে এলো দুঃসংবাদ।
আগামী রিও ডি জেনেইরো অলিম্পিকে দেখা যাবে না আর্জেন্টাইন এই অধিনায়কের। সোমবার রাতে দেশটির আর্জেন্টাইন দলের কোচ জেরার্ড টাটা মার্টিনো এই বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি জানান, ফুটবলের ব্যস্ত সূচিতে মেসির উপর থেকে চাপ কমাতেই ২০১৬ সালের রিও ডি জেনেইরো অলিম্পিকে খেলছে না মেসির।
তিনি আরো জানান, ফুটবলের ব্যস্ত সূচিতে মেসি সে সময় ক্লান্ত হয়ে পড়বে। তাকে বিশ্রাম দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কোপার আসরে দলকে সেরাটা দিতে তাকে মাঠে চাইবো।
বিশ্রাম দিতে রিও অলিম্পিকে মেসি না খেললেও জুনের কোপা আমেরিকায় খেলবেন বার্সা তারকা। আগস্টের অলিম্পিক আসরে তাকে মাঠে নামানো হবে না।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস