স্পোর্টস ডেস্ক: আজ সুইজারল্যান্ডের জুরিখে ফিফার “ব্যালন ডি অর” পুরষ্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো এবং নেইমার।
সাংবাদিকরা প্রথম মেসিকে প্রশ্ন করেন, রোনালদোর কোনো বিশেষ একটা গুণের জন্য সূক্ষ্ম ঈর্ষা অনুভব করেন কি না। মেসি স্পষ্ট করেই বললেন, ‘আমি সেরকম কিছু একদমই মনে করিনি।’ আর এই ‘তুলনা’ ব্যাপারটাই বাতিল করে দিয়েছেন, ‘এটা আসলে নেতিবাচক একটা ব্যাপার। আমি ক্রিস্টিয়ানোকে পছন্দ করি। আমি আমার মতো। আর ও ওর মতো।
এরপর রোনালদোকে প্রশ্ন করা হয়, অবশ্য মেসির মতো এতটা নিরাপদ পথে হাঁটলেন না রোনালদো। তখন সিআর সেভেন বললেন, সর্বকালের অন্যতম সেরা বাঁ পা যেমন মেসির। এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড দুই পায়ে শট করতে পারলেও তাই মনে করিয়ে দিলেন, মেসির বাঁ পা-টা আসলে দারুণ। মেসির সেই জাদুকরি বাঁ পা-টা আমি পেলে ভালোই হতো।
এই দুজনের সঙ্গে আরেকজন নেইমারকে প্রশ্ন করা হয়, তবে এ জিনিয়ার মঞ্চে ওঠে নিজেকে উচ্চতায় নিয়ে যেতে পারেননি।
১১ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস