স্পোর্টস ডেস্ক : কেউ কেউ অঘটনের আশায় ছিলেন। কেউ কেউ চমকের। কিন্তু সূর্যের পূর্ব দিকে ওঠা আর পশ্চিমে অস্ত যাওয়ার মতোই যেন স্বাভাবিক ছিল ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার তো বটেই। সংখ্যাগরিষ্ঠের প্রত্যাশামতোই ২০১৫ ব্যালন ডি’ওর পুরস্কার জিতে নিলেন লিওনেল মেসি। এবার তার যা পারফরমেন্স ছিল, তাতে অন্য কারোর হাতে এই পুরস্কার ছিল নিতান্তই বেমানান।
মনোনয়নের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো বা নেইমার থাকলেও, মেসির সঙ্গে তাদের তুলনাই ছিল অর্থহীন। ভোটের ফলাফল দেখলেই সেটা বোঝা যায়। মেসি যেখানে ৪১.৩৩ শতাংশ ভোট পেয়েছেন, সেখানে রোনাল্ডো পেয়েছেন ২৭.৭৬ শতাংশ। প্রায় ১৩ শতাংশ কম। নেইমার সেখানে অনেক পিছিয়ে। তার ভোটের পরিমাণ ৭.৮৬ শতাংশ।
ফলে, এই নিয়ে পাঁচবার (যা এক রেকর্ড) ব্যালন ডি’ওর পুরস্কার হস্তগত করলেন আর্জেন্টিনা তারকা। ২০০৭–এর পর থেকে হয় মেসি নয় রোনাল্ডো, ব্যালন ডি’ওর পুরস্কারের তালিকায় অন্য কোনও নাম উঠে আসেনি। এবারও ব্যতিক্রম হল না। শেষবার এদের বাইরে যিনি এই পুরস্কার পান, সেই ব্রাজিল তারকা কাকার থেকে এদিন পুরস্কার হাতে নেন মেসি।
১২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি