নিউজ ডেস্ক : পাঁচবার বর্ষসেরার ‘সোনার বল’ জিতলেন লিওনেল মেসি। অনন্য এই কীর্তি গড়ার পর মুহূর্তটা বার্সালোনার এই তারকার কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু পাওয়ার আনন্দে ভরা।
রোনালদোর থেকে নিজের প্রিয় খেতাব ফিরে পেয়ে স্বভাবতই আপ্লুত মেসি জানালেন, ‘এই মঞ্চে ফেরাটা আমার কাছে অবশ্যই একটা বিশেষ মুহূর্ত। গতবার দর্শকাসনে বসে রোনালদোকে ব্যালন ডি’ওর জিততে দেখার পর আবার এই খেতাব জিতলাম। এটা পঞ্চমবার ভেবেই উত্তেজিত হয়ে পড়ছি। ছোট্ট একটা ছেলে হিসেবে যে স্বপ্ন দেখেছিলাম, এটা তার থেকে অনেক বেশি।’ এরপর যারা তাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানান মেসি। ধন্যবাদ জানান সতীর্থদেরও। শেষ করেন এই বলে, ‘ফুটবল আমাকে যা কিছু এনে দিয়েছে তার জন্য এই খেলাটাকে আমার ধন্যবাদ। সব জিনিসেরই ভাল খারাপ দিক আছে। ফুটবলই আমাকে বড় করে তুলতে সাহায্য করেছে।’
১২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি