রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ০৫:৩২:২৫

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শাহিদ আফ্রিদির সতর্কবাণী

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শাহিদ আফ্রিদির সতর্কবাণী

স্পোর্টস ডেস্ক : শোয়েব মালিক, সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির মতে ভাল সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আফ্রিদি টুইট করে লেখেন, ‘টি২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভাল সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খুব বড় ভূমিকা নিতে পারে ও।’ 

শোহেব মাকসুদ চোট পাওয়ায় শোয়েবকে দলে নিয়ে এসেছে পাকিস্তান। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ১৫ জনের দলে সরফরাজ, হায়দার আলি এবং ফাখার জমানকেও আনা হয়েছে। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ২৪ অক্টোবর। আফ্রিদির বলেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। যে দল চাপ সামলাতে পারবে তার সুযোগ থাকবে এই ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই জিতবে এই ম্যাচ।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে