স্পোর্টস ডেস্ক: পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা পুরস্কারে ভূষিত হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর একি দিনে সেরা কোচের পুরস্কারটাও হাতিয়ে নিলেন তারই প্রিয় কোচ লুইস এনরিকে। বার্সেলোনাকে এক বছরে ৫টি ট্রফি উপহার দেয়া ছাড়াও সফল দিক নির্দেশনার জন্যে লুইস এনরিকেকে হাতে এ পুরস্কারটি উঠে।
যদিও বর্ষসেরা কোচের পুরস্কার গ্রহণ করার জন্য সুইজারল্যান্ডের জুরিখে উপস্থিত থাকতে পারেননি এনরিকে। এমনকি তিনি নিজে জানানওনি যে, কেন জুরিখে ফিফা গালা নাইটে অংশ নেননি। অথচ, মেসিছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সার ইনিয়েস্তা, নেইমার, আলভেজসহ অনেকে।
পুরস্কার গ্রহনের পর উচ্ছ্বসিত হয়ে মেসি জানান, ‘সবাইকে ধন্যবাদ আমাকে ভোট দেয়ার জন্যে। আসলে ফুটবল আমাকে যা এনে দিয়েছে তার জন্য এই খেলাটাকে ধন্যবাদ।’
এদিকে, নারী ফুটবলে কোচ অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নারী দলের কোচ জিল এলিস।
১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর