স্পোর্টস ডেস্ক : মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী এই দুটি দেশ। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে লড়াইটা পরোক্ষভাবে বাংলাদেশের ক্রিকেটের উপরও ছায়া স্বরুপ প্রভাব ফেলবে।
ভারত শক্তিশালী স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছে। নতুন বছরের শুরুতেই এই বড় দুটি দলের কঠিন লড়াই শুরু হচ্ছে। ভারতের অতীত বলছে অস্ট্রেরিয়া যত বড় দলই হোকনা কেন শচীন ও গাঙ্গুলির ব্যাট কখনো ছাড় দেয়নি তাদের।
অস্ট্রেলিয়া যখন জয়ের ধারায় তখন আত্মবিশ্বাস নিয়ে উড়াল দিল কোহলিরা। বাংলাদেশের উপর রয়েছে এই লড়াইয়ের ছায়া স্বরুপ প্রভাব। কেননা গত বছর ভারত বাংলাদেশের কাছে ওয়ানডে সিরেজে হেরে যায়।
এই ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করলে বাংলাদেশের কীর্তিটা কমিটি বক্সেও উঠে আসবে। দেখে নিন, অসিদের বিপক্ষে ভারতীয় দল।
ভারতীয় একাদশ: মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্র অশ্বিন, শিখর ধাওয়া, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, ভূবেনেশ্বর কুমার, ম্যানিশ প্যান্ডে, রেহিত শর্মা, উমেশ যাদব, আজিঙ্কা রায়ানে ও বিরান্দার শ্রান।
১৫ সদস্যর দলে থাকলেও একাদশে নেই রিসি ধাওয়ান, গুলকেরাত সিং, অ্যাক্সার প্যাটেল, ইশরাত শর্মা ও মোহাম্মদ সামি।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর