স্পোর্টস ডেস্ক : অনুর্ধ্ব-১৯ দলই বাংলাদেশ ক্রিকেট দলকে দেয় সেরা পুরস্কার। আবু দায়দার রনি ও মুস্তাফিজকে ঊনিশ দলের মাধ্যমে খুঁজে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই তালিকায় যোগ হতে যাচ্ছে কি আরো একজন? সবারই জেনে থাকার কথা মিরপুরের মাটিতে ক্যারিবীয়দের সাথে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল।
প্রথম ওয়ানডেতে টাইগারদের বোলিংয়ে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। এই রানে গুটিয়ে দেয়ার পেছনে বড় অবদান সালেহ আহমদ শাওনের। সোমবার মিরপুরের জাতীয় স্টেডিয়ামে শাওন করেন ৯ ওভার ২ বল।
এখানে ১টি মেডেন ওভার রয়েছে তার। রান দিয়েছেন মাত্র ২৪ টি। উইকেট পেয়েছেন ৪টি। ক্যারিবীয়দের সাথে ৩ টি ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে শাওনের বোলিংয়ের সুবাধে বিশাল জয় পায় মিরাজরা।
এই শাওনই বিসিবির নজর কেড়েছেন। দেশের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল তারকা হিসাবে দলে থাকবেন সালেহ আহমদ শাওন। সাফল্যর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নতুন মুখ হিসাবে একদিন জাতীয় দলে উঠে আসবেন এই শাওন!
১২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর