স্পোর্টস ডেস্ক: মেসি-রোনালদো ফুটবল বিশ্বের দুই মহা তারকা। পুরো ফুটবল পাড়ার ফোকাস যেন ওদের ঘিরেই। তারা কি করছে, কোথায় যাচ্ছে, কার বাচ্ছা সুন্দর অথবা কার ফ্যাশান কত সুন্দর। এমন অগণিত প্রশ্ন দু’ভক্তদের মাঝে। ফিফার সর্বশেষ ৭টি বর্ষসেরা পুরস্কার এই দুই তারকার ঘরেই উঠেছে। এবারো এর ব্যতিক্রম হয়নি। বার্সেলোনাকে ৫টি শিরোপা এনে দেয়া লিওনেল মেসির হাতেই উঠলো ফিফা বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে মেসি-রোনালদো ও নেইমার একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, মেসির বাঁ পা সত্যিই দারুণ, আমি এটা পেতে চাই।
তিনি আরও বলেন, ‘ডান পায়ে ইচ্ছেমতো শট নিতে না পারার দুর্বলতা বাঁ পায়ে লিওনেল মেসি যেভাবে কাটিয়ে উঠেছেন তাতে আমি সত্যি অভিভূত।’
১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর