স্পোর্টস ডেস্ক : বড় তারকা হিসাবেই পাকিস্তান ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ আসিফের। নিজেকে মেলে ধরেন পুরোমাত্রায়। পরে ২০১০ সালে লর্ডসে করেন ঐতিহাসিক এক ভুল
ভুলের মাসুল হিসাবে ৫ বছর ধরে সব ধরনের ক্রিকেটের বাইরে থাকেন তিনি। আসিফের নিষেধাজ্ঞা র মেয়াদ শেষ হয়েছে। এখন তার হয়েছে বোধোদয়। বুঝতে পেরেছেন জীবনের ভুল। অশ্রুসজল চোখে দেন সাক্ষাৎকার।
ঘরোয়া লিগে খেলতে এখন কোনো বাধা নেই তার সামনে। আসিফ নতুন করে বললেন তার স্বপ্নের কথা। আর সেটি হলো জাতীয় দলের হয়ে খেলতে চান আসিফ।
ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলের টিকিট পেয়েছেন আমির। এর আগে একই পাপের পাপী আসিফও যেতে চান আমিরের পথে। আসিফ এই বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে আছি।
আমর ক্যারিয়ারের অর্ধেকটা সময় যদিও চলে গেছে এর পরেও ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। আসিফ বলেন, ফিটনেস ধরে রাখার পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে চাই।
দলে সুযোগ পাওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচকরা যদি আমাকে দলের জন্য সহায়ক মনে করে তবেই দলে নেয়া হবে আমাকে।
১২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর