স্পোর্টস ডেস্ক: এ নিয়ে পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা পুরস্কার উঠলো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে। বরাবরের মতো এবারো ব্যালন ডি’অরে মূল প্রতিদ্বন্দ্বী মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুজনের সঙ্গে আছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে মেসি-রোনালদো ও নেইমার একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন।
সেখানেই এক প্রশ্নের জবাবে নিজের চাওয়াটা জানান নেইমার, ‘সে যেমন মানুষ, তাতে কেবল মাঠে নয়, মাঠের বাইরেও আমি তাকে শ্রদ্ধা করি। আসলেই সে আমার আদর্শ হয়ে গেছে। (ব্যালন ডি’অরে) সে নয় বছর মনোনীত হয়েছে এবং তার মতো হওয়ার জন্য এটা আমার কাছে উদাহরণ।’
তিনি আরো বলেন, ‘রেকর্ড গড়া এবং ভাঙার চেষ্টা করব এবং আশা করি, তার পদাঙ্ক অনুসরণে সমর্থ হব আমি,”
সর্বশেষ তিনি যে রীতিমত মেসির প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা জানাতে ভুলেননি।
১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর