বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ০৮:৫৩:২৮

এমন জয়ের পেছনে যার অবদান সবচেয়ে বেশি বলে জানালেন অধিনায়ক রিয়াদ

এমন জয়ের পেছনে যার অবদান সবচেয়ে বেশি বলে জানালেন অধিনায়ক রিয়াদ

আজকে জয় ছাড়া কোন অপশন ছিল না বাংলাদেশ দলের কাছে। সর্বশেষ পেরেছে টাইগার ক্রিকেটাররা। পাপুয়া নিউগিনিকে কোন রকম পাত্তা না দিয়ে দুর্দান্ত জয় তুলে নেন সাকিব-রিয়াদরা। নিশ্চিত হয় পরবর্তী রাউন্ডে খেলার। বাঁচা-মরার এমন ম্যাচে জয়ের পেছনে কার সবচেয়ে বেশি অবদান। খেলা শেষে তাই তো কথা বলতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ম্যাচ জয়ের পিছনে আমাদের বোলার ও ব্যাটসম্যান উভয়ের কৃতিত্ব রয়েছে।

এদিকে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক। প্রথমে এক উইকেট গেলেও চাপ সামলে নেন সাকিব ও লিটন। এরপর তাদের বিদায়ের পর অর্ধশতক করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ দিকে সাইফ উদ্দিন ও আফিফের ব্যাটে ভর করে বাংলাদেশ ২০ ওভার শেষে সংগ্রহ দাড় করায় ৭ উইকেটে ১৮১ রানের। তবে টাইগারদের বোলিং তোপে দিশেহার হয়ে পড়েন পাপুয়া নিউগিনি। শেষ পর্যন্ত ৮৪ রানে বিশাল জয় পায় বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে