স্পোর্টস ডেস্ক: এ নিয়ে পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা পুরস্কার উঠলো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে। কিন্তু তারপরও বিশ্বকাপে চুমো না দেয়ার কষ্ট দারুণ ঝেঁকে বসেছে তার মনে।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হোন লিও মেসি। সেখানে তিনি জানান, ‘পাঁচটি বর্ষসেরা পুরস্কারের বিনিময়ে হলেও একটি বিশ্বকাপ জিততে চাই।’
বর্ষসেরার পাঁচটি পুরস্কার, নাকি একটি বিশ্বকাপ শিরোপা?
সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মেসি আরো জানান, “এটা খুব কঠিন একটা প্রশ্ন। নিশ্চিতভাবে একজন খেলোয়াড় হিসেবে আপনার সর্বোচ্চ লক্ষ্য বিশ্বকাপের শিরোপা। অবশ্যই আমি এটাই বেছে নিব।”
১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর