স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে চলছে জাতীয় লিগের আসর। চারটি দলে ভাগ হয়ে টাইগাররা জাতীয় লিগের আসর মাতিয়ে তুলবেন। দেশের ক্রিকেটের এই জনপ্রিয় আসরে মাঠে নেমে বোলিং করতে পারবেন না মুস্তাফিজুর রহমান!
ভক্তদের অধীর আগ্রহ থাকলেও তারা মিস করবেন মুস্তাফিজুর রহমানের বোলিং। কেননা মাঠে নামাও হবে না আর জাতীয় লিগে বোলিং করতে পারবেন না তিনি। মঙ্গলবার থেকে শুরু হয় ম্যাচ।
জাতীয় লিগে খেলার ইচ্ছা ছিল মুস্তাফিজের। দেশের ক্রিকেটপ্রেমীদেরও বাড়তি বিনোদন দিতে পারতেন তিনি। কিন্তু বিসিবিই আটকে দিয়েছে তাকে। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবারের জাতীয় লিগে খেলা হচ্ছে না তার।
তবে অনেকেই জাতীয় লিগে খেলছেন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে রাজশাহী আর বগুড়ার ভেন্যুতে শুরু হয় জাতীয় লিগ। বৃহত্তর স্বার্থে মুস্তাফিজসহ জাতীয় দলের টপ অর্ডার ক্রিকেটারদের জাতীয় লিগ খেলার পথ রুদ্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর