স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের দুইটি শক্তিধর দেশের লড়াই চলছে। অস্ট্রেলিয়ার দাপটে মুহ্যমান ছিল ক্রিকেট বিশ্ব। ভারত ও অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের লড়াইটা সব সময়ই হয়ে থাকে ভিন্ন আমেজে।
দুই দেশের প্রথম ওয়ানডে ম্যাচের শুরুতে টস জিতে ভারত। ভারত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই সাফল্য পায় ভারতীয় শিবির। কোহলি-শর্মার ব্যাটিং ঝড়ে এবার অসহায় অস্ট্রেলিয়া।
ভারতীয় ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা দলকে উপহার দেন দুর্দান্ত এক শতক। শিখর ধাওয়ান বিদায় নেন দলীয় ৩৬ রানে। এর পরেই ব্যাট হাতে নামেন বিরাট কোহলি।
কোহলি ও শর্মার দাপটে অসহায় অস্ট্রেলিয়ার বড় বড় বোলার। কাউকে ছাড় দেয়া নেই। কোহলি-শর্মার ব্যাট জবাব দেয় সমানতালে। এই প্রতিবেদন লেখার সময়ে শর্মা ১১৯ ও কোহলি ৭৬ রান নিয়ে ব্যাট করছেন।
মাত্র একটি উইকেট হারিয়ে ৩৯ ওভার ৩ বলে দলীয় রান ২১২। অস্ট্রেলিয়া সফরে ৫ টি ওয়ানডে খেলবে ভারত। প্রথম ওয়ানডেতে ভারত যে দারুণ সূচনা করেছে সেটা বলার আর অপেক্ষা রাখে না।
১২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর