স্পোর্টস ডেস্ক : রনি তালুকদারকে রাখা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত দলে। জিম্বাবুয়ে সিরিজে দলের বাইরে থাকায় থাকায় জাতীয় লিগে খেলার সুযোগ পান রনি তালুকদার।
বছরের শুরুতে মাঠে গড়ায় জাতীয় লিগ। জাতীয় দলের অনেক ক্রিকেটার রয়েছেন এই আসরে। সম্প্রতি জাতীয় দলে নাম লেখানো রনি তালুকদার জাতীয় লিগে সেন্ট্রাল জোনের খেলোয়াড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রনি তালুকদার, লিটন দাস, কামরুল ইসলাম রাব্বি ও তাসকিনের দিকে দৃষ্টি আছে ক্রিকেট বোর্ডের। নিজেকে প্রমাণ করার জন্য জাতীয় লিগই এখন তাদের প্লাটফর্ম।
নজর কাড়া সাফল্য পেলে দলে ডাক পাবেন তারা। মঙ্গলবার সকালে ইস্ট জোনের বিপক্ষে স্টেন্ট্রাল জোনের হয়ে ব্যাট হাতে নেন রনি তালুকদার। প্রত্যাশা ছিল ভালো ব্যাট করে বিসিবিকে মুগ্ধ করে ছিটকে যাওয়া বৃত্তে ফের ফিরবেন রনি তালুকদার।
কিন্তু জাতীয় দলে বার বার ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকা রনি তালুকদার হতাশ করেন জাতীয় লিগেও। মাত্র ৪ রান করে দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে বিদায় নেন রনি। পরে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে কঠিন বিপদে পরে রনি দল সেন্ট্রাল জোন।
১২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর