স্পোর্টস ডেস্ক: তারকা বলে কথা। তাই তো পাকিস্তানি জাতীয় দলের অধিনায়ক শহীদ খান আফ্রিদি মাঠ কিংবা বাইরে ঘটনায় সব সময়ই আলোচিত এক ব্যক্তি।
টি২০ সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট টিম এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। আর সেখানে যাওয়ার প্রথম কিস্তিতেই ছোট্ট একটি বিপদে পড়লেন তিনি।
ঘটনাটা গেল সোমবারের। হোটেল থেকে বার্গার খেতে অকল্যান্ডের একটি ম্যাকডোনাল্ডসে গেলেন আফ্রিদি ও শেহজাদ। খেলেনও পেট ভরে। কিন্তু বিল দিতে গিয়ে পড়েন বড় ধরনের বিপদে। নিউজিল্যান্ডের টাকা তাদের কাছে নেই! কি করবেন এখন? খুবই বিব্রতকর পরিস্থিতি। আসলে তাদের কাছে ছিল না নিউজিল্যান্ডের কারেন্সি।
তবে শেষ পর্যন্ত এক যাত্রায় বেঁচে গেলেন এক পাকিস্তানী সমর্থকের দয়ায়। ওই পাকিস্তানী সমর্থক বিল দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আফ্রিদি-শেহজাদদের।
পরে এই ভক্ত জানালেন, "এই খেলোয়াড়দের স্বাগত জানাতেই এটা করেছি। প্রত্যেক পাকিস্তানি ক্রিকেটের বড় ভক্ত। আর এখানে অকল্যান্ডে আমাদের নিজেদের তারকাদের দেখতে পাওয়া বিরাট ব্যাপার।"
১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর