রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১১:২৭:১৫

শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়েও তারা অবগত নয়, আমরা তাকে ২০০ ভাগ সমর্থন করছি: কোহলি

শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়েও তারা অবগত নয়, আমরা তাকে ২০০ ভাগ সমর্থন করছি: কোহলি

গত খেলায় পাকিস্তানের কাছে ভারত হেরে যাওয়ায় ভারতীয় দলে মুসলিম ক্রিকেটার শামিকে নিয়ে কিছু কিছু সমর্থক বাজে মন্তব্য করে বসেন। যা নিয়ে ভারত সহ বাহিরেও চলছে তুমুল আলোচনা আর সমালোচনার ঝড়। এমন এক পরিস্তিতিতে এবার মুখ খুললেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

তিনি বলেন, 'কেন আমরাই মাঠে নেমে খেলছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে মন্তব্য করা মেরুদণ্ডহীন কিছু লোক সেটা পারছে না?তার একটি যথার্থ কারণ আছে। তাদের আসলে কোনো ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই। তারা তাদের সত্তার আড়ালে লুকিয়ে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকে আঘাত করে। মানুষকে নিয়ে মজা করা আজকের দুনিয়ার বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।'

কোহলি আরও বলেন, 'কোনো মানুষের মানসিকতা এটার থেকে আর নীচে নামতে পারে না। এই লোকগুলোকে এভাবেই দেখি আমি।আমি আগেও বলেছি, আমার কাছে কাউকে তার ধর্ম নিয়ে আক্রমণ করাটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার। প্রত্যেকেরই তাদের মতামত এবং কোনো বিশেষ পরিস্থিতিতে তারা কী ভাবে, তা জানানোর অধিকার আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমনকি কখনও ধর্মের কারণে কাউকে বৈষম্য করার কথা ভাবিও নাই। ধর্ম প্রতিটি মানুষের কাছে অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র বিষয় এবং বিষয়টিকে সেভাবেই দেখা উচিত।'

শামির পাশে দলের সবাই আছে জানিয়ে কোহলি বলেন, 'আমরা মাঠে কী করি সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। গত কয়েক বছরে মোহাম্মদ শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়েও তারা অবগত নয়। দেশের প্রতি শামির প্যাশনকে যদি তারা অগ্রাহ্য করতে পারে, সত্যিই তাদের নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা তাকে (শামি) ২০০ ভাগ সমর্থন করছি। যারা তাকে আক্রমণ করেছে তারা চাইলে আরও শক্তি নিয়ে আসতে পারে, তাতে আমাদের ভ্রাতৃত্ব, দলের মধ্যে আমাদের বন্ধুত্ব, কিছুই নড়বড় হবে না। অধিনায়ক হিসেবে আমি গ্যারান্টি দিচ্ছি যে, আমার দলে এমন বাজে পরিবেশ নেই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে