মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০১:৩৩:৪০

এক ব্যাটসম্যানের তাণ্ডবে ভারতের সামনে অগ্নিপরীক্ষায় স্মিথরা

এক ব্যাটসম্যানের তাণ্ডবে ভারতের সামনে অগ্নিপরীক্ষায় স্মিথরা

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ইনিংসের সেরা কীর্তিত্বের দাবিদার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্নে ওয়ানডে ম্যাচে কঠিন লড়াইয়ে নামে ভারত ও অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ব্যাটিং নেয়ার সুবাধে ভারতীয় ব্যাটসম্যানদের ঝলক দেখার সুযোগ হয়। মাত্র ৩টি উইকেট হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে ব্যাট হাতে মূল রাজত্ব ছিল ভারতীয় ওপেনার রোহিত শর্মার।

রোহিত শর্মার সাথে অন্যদের মধ্যে ব্যাটিং ঝলক দেখান বিরাট কোহলি। তবে কপাল মন্দ কোহলির। কোহলির সেঞ্চুরি করার সময় রান সংগ্রহের বেশ তাড়া ছিল ভারতের।

ব্যক্তিগত ৯১ রানের সময় ক্যাচ আউট হয়ে প্যাবিলিয়নে ফেরেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে ১৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রোহিত শর্মা।  

সাতটি ছয় ও ১৩ টি চার আসে রোহিতের ব্যাট থেকে। ক্লাসিক্যাল ক্রিকেট দলকে উপহার দেন তিনি। এর সুবাধে ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩০৯ রান।

অশ্বিন-জাদেজা সমৃদ্ধ ভারতের বিপক্ষে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া। রোহিতের ব্যাটিংয়ের কারণে ভারতের দেয়া চ্যালেঞ্জে এখন অগ্নিপরীক্ষায় স্মিথরা। অস্ট্রেলিয়ার দুই নতুন মুখ প্যারিস ও বোনাল্ড থাকেন উইকেট বঞ্চিত।

ধোনিকে ব্যক্তিগত ১৮ ও কোহলিকে ৯১ রানের মাথায় ফেরান ফ্লুকনার। ধাওয়ানকে আউট করেন জস হ্যাজলউড। শর্মার সাথে অপরাজিত থাকেন ১০ রান করা জাদেজা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছে ভারতীয় বোলার শ্রেনের। ভারতের বোলিং আক্রমণ খুবই ভালো বলে চড়া মূল্য দিতে হতে পারে অস্ট্রেলিয়াকে।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচ

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে