স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচেই বাজিমাত দেখালেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। ৩৬ বছরেও একটি রেকর্ড ভাঙতে পারেন নি কেউ। এই রেকর্ডটি ভেঙ্গে দিয়েছে রোহিত শর্মার ব্যাট।
শুধু এটাই নয় একই সাথে ৩টি নতুন রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ৩৬ বছরে ওয়েস্টার্নের পার্থে ৯৪ জন ভারতীয় ব্যাটসম্যান খেলেছেন। তাদের মধ্যে এখানে কেউ সেঞ্চুরি করতে পারেন নি এতদিন।
ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা করেছেন এই কাজটা। পার্থের ওয়াকায় দেশের পক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। মঙ্গলবার রোহিত ১৭১ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা ভারতীয় ব্যাটসম্যান হিসাবে রোহিত শর্মার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। এখানে ৩৬ বছর আগে তথা ১৯৭৯ সালে ভিভ রিচার্ডস সর্বোচ্চ ১৫৩ রান করেন। এই রেকর্ডটিও ভেঙ্গে দেন রোহিত।
১২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর