স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের মাঠের চিত্র পর্যবেক্ষণ করে বর্ষসেরা ফুটবলার হিসাবে মেসির নাম ঘোষণা দেয়া হয়। বর্ষসেরা কোচ হিসাবে এনরিকের নাম ঘোষণা দেয় ফুটবলের বিশ্বনিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফিফা।
ফুটবলে এবার বর্ষসেরা একাদশ ঘোষণা দিয়েছে ফিফা। ফিফার বর্ষসেরা একাদশে বড় বড় তারকারাই রয়েছেন। নিচে এই তালিকাটি তুলে ধরা হলো-
ম্যানুয়েল নয়্যার (জার্মানি, গোলরক্ষক) - বায়ার্ন মিউনিখ (জার্মানি)
দানি আলভেজ (ব্রাজিল) - বার্সেলোনা (স্পেন)
মার্সেলো (ব্রাজিল) - রিয়াল মাদ্রিদ (স্পেন)
থিয়াগো সিলভা (ব্রাজিল) - পিএসজি (ফ্রান্স)
সার্জিও রামোস (স্পেন) - রিয়াল মাদ্রিদ (স্পেন)
পল পগবা (ফ্রান্স) - জুভেন্টাস (ইতালি)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া) - রিয়াল মাদ্রিদ (স্পেন)
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন) - বার্সেলোনা (স্পেন)
নেইমার (ব্রাজিল) - বার্সেলোনা (স্পেন)
লিওনেল মেসি (আর্জেন্টিনা) - বার্সেলোনা (স্পেন)
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) - রিয়াল মাদ্রিদ (স্পেন)
১২ জানুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর