মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০২:৫৫:১৩

সিঙ্গেল না নিয়ে সমালোচনার মুখে গেইল

সিঙ্গেল না নিয়ে সমালোচনার মুখে গেইল

স্পোর্টস ডেস্ক: বিপদ যেন কাটছেই না ক্যারিবীয়ান রাজপুত্র ক্রিস গেইলের। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ সিরিজ খেলতে গিয়ে একের পর এক ভুল করে তোফের মুখে পড়তে হচ্ছে তাকে।

সোমবার মেলবোর্ন রেনিগেডসের এই ব্যাটসম্যান একটি সহজ সিঙ্গেল নিতে অস্বীকৃতি জানান। আর এই ঘটনায় ব্যাপক সমালোচিত হতে হচ্ছে তাকে।

ম্যাচটিতে গেইলের সঙ্গী ছিলেন টম কুপার। একটি সিঙ্গেল নিতে চাইলেন কুপার। টি-টোয়েন্টিতে যেখানে একটি রান হারা জেতা নির্ধারণ করে দেয় সেখানে একরান নিতে চাইলেন না গেইল। ফিরিয়ে দিলেন কুপারকে।

ম্যাচটিতে ধারাভাষ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি বিষটির তীব্র সমালোচনা করে বলেন, "এটা অবিশ্বাস্য, আমার দেখা সবচেয়ে হাস্যকর ব্যাপার। কখনো কখনো ক্রিকেট ও জীবনে আপনার যা প্রাপ্য আপনি তা পান। আর তার যা প্রাপ্য তাই পেয়েছে।" পন্টিং বলেছেন, "সাইডলাইনে এর মাধ্যমে খেলোয়াড়দের মাঝে কি বার্তা যায়?"

 

পরের বলেই অবশ্য আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান গেইল।

১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে