স্পোর্টস ডেস্ক: জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পঞ্চম বারের মত ফিফা ব্যালন ডি’অর পুরস্কার উঠলো মেসির হাতে। প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকিয়ে বিশাল ব্যবধানে জয় পান তিনি।
ব্যালন ডি’অরে গতবারের মত বাংলাদেশের ভোট ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পক্ষে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে নিজের প্রথম ভোটটি দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে। বাংলাদেশ দলের তখনকার কোচ ফাবিও লোপেজের ভোটও পেয়েছেন মেসি।
সাধারণত ফিফার সদস্য প্রতিটি দেশের তিনজন ভোটার এ আয়োজনে ভোট দেয়ার অনুমতি পান। কোচ, অধিনায়ক ও একজন সাংবাদিক তিনটি করে ভোট দিয়ে থাকেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে তিনজনকে বেছে নেন তারা।
জাতীয় দলের অধিনায়ক মামুনুলের প্রথম ভোট পড়ে লিওনেল মেসির বক্সে, দ্বিতীয় ভোটটা দেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর তৃতীয় ভোটটা দেন ব্রাজিলীয় তারকা নেইমারকে। জাতীয় দলের অধিনায়কের সঙ্গে বাংলাদেশের সাবেক কোচের প্রথম দুটি পছন্দে মিল থাকলেও তৃতীয় পছন্দ হিসেবে ইতালীয় কোচ ভোট দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের ‘গোল মেশিন’পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কিকে।
১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর