স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে অংশ নিয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন এক টাইগার ক্রিকেটার। দেশের ক্রিকেটাররা সবাই ব্যস্ত। জাতীয় দলের হোক আর দল থেকে বাদ পড়া হোক, ব্যাট-বলের সংগ্রামে রয়েছেন সবাই।
ঊনিশ দলের বিশ্বকাপ লড়াই, জিম্বাবুয়ে সিরিজের আবহ বিরাজ করছে সর্বত্র। এর মাঝে মঙ্গলবার থেকে শুরু হয় জাতীয় লিগ। প্রথম দিনে দুই টাইগার ক্রিকেটারকে উজ্বল দেখা গেছে ব্যাট হাতে।
নর্থ জোন ও সাউথ জোনের ম্যাচে ফরহাদ হোসেন নামের এক যুবক দুর্দান্ত সেঞ্চুরির পথে রয়েছেন। সাউথ জোনের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে নর্থ জোন। ফরহাদ ৯৭ রানে অপরাজিত।
সাউথ জোনের সোহাগ গাজী দুটি উইকেট নেন। নর্থ জোনের হয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেন ফরহাদ হোসেন। অপর খেলায় সেন্ট্রাল কোন ও ইস্ট জোনের খেলায় ঝলক দেখান মার্শাল আইয়ূব। সেন্ট্রাল জোনের হয়ে ৭৬ রান করেছেন তিনি।
সর্বশেষ খবরে ইস্ট জোনের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে সেন্ট্রাল জোনের সংগ্রহ ১৯৩ রান। অন্যদিকে সাউথ জোনের বিপক্ষে নর্থ জোনের সংগ্রহ ১৯০।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর