শুক্রবার, ০৫ নভেম্বর, ২০২১, ১১:২১:০৯

ক্রিকেট বোর্ডই এই দলটাকে বিশ্বকাপে পাঠিয়েছে: মাশরাফি

ক্রিকেট বোর্ডই এই দলটাকে বিশ্বকাপে পাঠিয়েছে: মাশরাফি

বাজে পার্ফম্যান্সে একের পর এক শোচনীয় পরাজয়ে আলোচনা আর সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ দলের ক্রিকেটার সহ খেলোয়াড়রাও। এমনি এক পরিস্থিতিতে এবার মুখ খোললেন একসময়ের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গতকাল এক সাক্ষাৎকারে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতায় ঘুরপাক খাওয়া নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন ম্যাম। সেখানেই, এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন দেশের ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার ও বিসিবির মধ্যে সমন্বয়হীনতার কোন অভাব আছে কিনা এমন প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, “সেটাই…। বাইরের কে কী বললো, সেদিকে নজর না দিয়ে বোর্ড এবং দলের একতাবদ্ধ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের দিকেই তাকান। এত কিছুর পরও ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু চুপ। বোর্ডের শীর্ষ মহল থেকে শুরু করে কেউ দলের বাজে পারফরম্যান্স নিয়ে বাইরে কিছু বলছে না। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সমর্থকেরা অনেক কিছু বললেও ক্রিকেট বোর্ড থেকে কোনও কথা বাইরে আসছে না। কারণ, তারা জানে তাদের পরবর্তী করণীয় কী।”

তিনি আরও বলেন, “বোর্ডের এসব সমালোচনা দলের ওপর চাপ তৈরি করেছে এবং খেলোয়াড়েরাও চাপ নিয়েছে। ক্রিকেটাররা কিন্তু দুঃসময়ে ক্রিকেট বোর্ডের দিকেই তাকিয়ে থাকে। ক্রিকেট বোর্ডের আরও বেশি ধৈর্যশীল হওয়া উচিত ছিল। কোনো খেলোয়াড় ভালো না খেললে টুর্নামেন্টের পর তো তাকে বাদ দেওয়ার সুযোগ আছেই! যতক্ষণ দলটা টুর্নামেন্টে আছে, ততক্ষণ কথা না বলাই উচিত। কারণ, ক্রিকেট বোর্ডই এই দলটাকে বিশ্বকাপে পাঠিয়েছে। কেউ খারাপ খেললেও তো তাকে আর বদলানোর সুযোগ নেই। ”

মাশরাফি বলেন, “কাজেই আপনাকে ধৈর্য্য ধরতেই হবে। আর যদি আপনার সেই ধৈর্য্য না থাকে, তাহলে আপনার আরও আগেই চিন্তা করা উচিত ছিল এটা আপনার সেরা দল কি না। কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড যখন একমত হবে এটাই তাদের সেরা দল, তখন কিন্তু সেই দলের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ধৈর্য্য ধরতে হয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে