স্পোর্টস ডেস্ক : দেশ এই মুহূর্তে এক চরম লজ্জার মুখে দাঁড়িয়ে। সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে কিডনি বিক্রি করতে হচ্ছে এক সোনাজয়ী স্কোয়াশ খেলোয়াড়কে!
রবি দীক্ষিত। বয়স ২০। ২০১০-এ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন তিনি। আগামী মাসেই সাউথ এশিয়ান গেমস। কিন্তু তাতে অংশ নিতে যে টাকা দরকার তা নেই তার কাছে। কী ভাবে স্বপ্ন সফল হবে ভেবেই আকুল রবি। কোনও উপায়ান্তর না দেখে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেন। রবির এই সিদ্ধান্তে রীতিমতো উদ্বিগ্ন তাঁর বাবা-মা।
“কিডনি বিক্রি করতে চাই। কারও যদি দরকার হয় যোগাযোগ করুন। কিডনির দাম ৮ লক্ষ টাকা”— তাঁর এই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গিয়েছে।
স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। রবিও তাঁদের মধ্যে এক জন। একটা চিনি কলে কাজ করেন রবির বাবা রামকৈলাশ দীক্ষিত। সামান্য আয়। সেই টাকা দিয়ে রবির প্রশিক্ষণ ও খেলার খরচ কোনও মতে চলে।
রবি জানিয়েছেন, ১০ বছর ধরে তিনি স্কোয়াশ খেলছেন। অনেক পদকও জিতেছেন তিনি। তাঁর আক্ষেপ, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পরেও কোনও রকম সহযোগিতা পাচ্ছেন না। তাই স্বপ্নকে সফল করতেই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তিনি আরও জানান, তাঁর বাবা যেখানে কাজ করেন সেখান থেকে যথেষ্ট সাহায্য করা হয়েছে। কিন্তু আর কত দিন করবে, প্রশ্ন রবির।
এই খবরটি নিয়ে সাড়া পড়ে যাওয়ায় রবিকে সাহায্য করতে এগিয়ে আসেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী মূলচাঁদ চৌহান। এই বিষয়টি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।-আনন্দবাজার
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর