মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৩:৫০:০৫

মেসিকে প্রথম ধন্যবাদ দেয় তার ছেলে

মেসিকে প্রথম ধন্যবাদ দেয় তার ছেলে

স্পোর্টস ডেস্ক: গতকাল সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার উঠলো মেসির হাতে। প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলে পঞ্চমবারের মত বর্ষসেরা পুরস্কার পান আর্জেন্টাইন এই সুপারস্টার।

এর আগে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে টানা চার বার বর্ষসেরা হয়েছিলেন তিনি। কিন্তু এর পর তা দখলে যায়  ক্রিশ্চিয়ানো রোনালদো হাতে। তবে এবার সেই পুরস্কার পুররুদ্ধার করলেন মেসি। রোনালদোকে পেছনে ফেলে পুরস্কার জিতে নিলেন তিনি।

গতকাল এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেসির সঙ্গে ছিলেন তার বান্ধবী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তার ছেলে থিয়াগো।

ওই অনুষ্ঠানে মেসি যখন পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে উঠেন তখন সবার আগে ধন্যবাদ জানান তারই ছেলে থিয়াগো। পুরস্কার গ্রহনকালে ছেলে তার বাবাকে পাঁচ আঙ্গুল উঁচিয়ে শুভেচ্ছা জানাতে ভুলেননি।

১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে