রবিবার, ০৭ নভেম্বর, ২০২১, ১১:০৩:৪৮

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড তৈরি

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড তৈরি

বড় ধাক্কা আর হতাশায় শেষ হলো বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সমালোচনা আর আলোচনায় বিদ্ধ কোচ, খেলোয়াড় সহ পুরো টিম ম্যানেজম্যান্ট। এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন আলোচিত সৌম্য সরকার ও লিটন দাস। পাক সিরিজের টি-টোয়েন্টি দলে তারকা এই দুই ক্রিকেটারের ভাগ্য জানা যাবে এক সপ্তাহের মধ্যেই।

এই ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই পাকিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। প্রাথমিক স্কোয়াড নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু করেছে নির্বাচক প্যানেল।

তিনি আরো বলেন, ‘প্রাথমিক একটি স্কোয়াড তৈরি করেছি। তাদের জাতীয় লিগ থেকে সরিয়ে রেখেছি। আগামী ৫-৭ দিনের মধ্যে মূল স্কোয়াড ঘোষণা করে ফেলব। মূল স্কোয়াড ১৫ বা ১৬ জনের হতে পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে