মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৪:১৪:৫৪

বিশ্বকাপ শুরুর আগেই ফিক্সিং কাণ্ডে সব স্বপ্ন চুরমার গ্রেট ক্রিকেটারের

বিশ্বকাপ শুরুর আগেই ফিক্সিং কাণ্ডে সব স্বপ্ন চুরমার  গ্রেট ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : হঠাৎ উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারতের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ক্রিকেটের বিশ্বনিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি ফিক্সিং কাণ্ড এড়াতে চালায় বৃহৎ অভিযান।

বিশ্বকাপের আসরকে সামনে রেখে চালানো এই অভিযানে ফেঁসে যান এক দেশের এক বড় তারকা। কঠোর পদক্ষেপ নিয়েছে আইসিসি। ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি আসরে তো খেলতে পারবেনই না অন্যদিকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে।

এমনকি বড় ধরনের শাস্তির মুখে রয়েছেন এই ক্রিকেটার। হংকংয়ের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ এটি। কেননা দেশটির বড় তারকা
তথা অলরাউন্ডার ইরফান আহমেদকে হারাচ্ছে তারা।

ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ায় কাল নেমে আসছে তার জীবনে। এখন আইসিসি থেকে আরও বড় ধরনের শাস্তির মুখে রয়েছেন ইরফান।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে