মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৪:২১:০০

শেষ মুর্হূতে দাপটের সঙ্গে লড়ছে অস্ট্রেলিয়া

শেষ মুর্হূতে দাপটের সঙ্গে লড়ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:  স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৩০৯ রান সংগ্রহ করে ভারত ক্রিকেট দল। দিনটিতে ১৬৩ বলে ১৭৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাক্তিগত রেকর্ড গড়েন ভারতীয় হার্ডহিটার ব্যাটসম্যান রোহিত শর্মা। তার এ অসাধারণ ইনিংসে ১৩টি চার ও ৭ টি ছক্কার মার রয়েছে। এছড়া কোহলি ৯১ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইটিং স্কোর দাঁড় করায় ভারত।

জবাবে খেলতে নেমে অজি দলের দুই ওপেনার ওয়ার্নার ও ফ্রিন্স ব্যর্থতার পরিচয় দেয়। দুই ঘরের অঙ্কে পৌঁছানোর আগেই সাজ ঘরে ফেরেন তারা। এর পর  দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ। জর্জ  বেইলের সঙ্গে চমৎকার এক জুটি গড়েন তিনি।

আর শেষ খবর পাওয়া পর্যন্ত অজি দলের টোটাল সংগ্রহ ৪১ ওভারে  ২ উইকেট হারিয়ে ২৬১ রান।

দলের হয়ে দু’জনে শতক তুলে নেন। স্মিথের ব্যক্তিগত সংগ্রহ ১২৩ ও বেইলের ১১২ রান।

১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে