স্পোর্টস ডেস্ক: বার্সার দুই সতীর্থ এক আউট ফিট! ব্যালন ডি’অরের রাতে এই দুই মহাতারকা কালো বো-টাইটা পর্যন্ত এক! বসেও ছিলেন পাশাপাশি। ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষিত হওয়ার ঠিক আগের মুহূর্তে নেইমারের মুখে হাসির আভাস! এমন অনুষ্ঠানে যা আগে দেখা যায়নি।
নেইমার কি জানতে সোমবারের রাত তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর হতে চলেছে? তাই এতটা চাপহীন! এই রাতে ব্রাজিলের অধিনায়ককে দেখা গিয়েছে মেজাজি আর ঠোঁটকাটা। কারণ ফিফা থেকে তো আগেই জানিয়ে দিয়েছেন মেসির নাম! সতীর্থ লিওনেল মেসির কাছে হেরে যাচ্ছেন নেইমার।
২০১৫ সালের ব্যালন ডি-অর জেতার দৌড়ে থাকলেও তা হয়নি নেইমার। ছিটকে গিয়েছেন মেসির থেকেও। তবুও সতীর্থ মেসিকেই গুরু মানেন নেইমার। ভবিষ্যতে মেসি হতে চান নেইমার।
অনুষ্ঠান শেষে বর্তমান ফুটবল জগতে আলোড়ন সৃষ্টিকারি নেইমার সাফ জানিয়েছেন, সতীর্থ মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান তিনি। এমনকি মেসির মতোই রেকর্ড গড়া ও রেকর্ড ভাঙতে চান তিনি।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস