মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৫:০৫:৪৮

বিশ্বকাপের জন্য প্রস্তুত কক্সবাজার স্টেডিয়াম

বিশ্বকাপের জন্য প্রস্তুত কক্সবাজার স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসর। বন্দর নগরী চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্ভোধনী ম্যাচ দিয়ে হাই-ভোল্টেজ আসরটি শুরু হতে যাচ্ছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আসরটিতে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসন্ন যুব বিশ্বকাপ সামনে রেখে এরইমধ্যে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউট ফিল্ড, ভেন্যুর উইকেট, ভিআইপি গ্যালারিসহ মোটামুটি সব কাজই সম্পন্ন হয়েছে।

এদিকে গতকাল সোমবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পরিদর্শন শেষে তিনি অনেকটা সন্তোষ প্রকাশ করে বলেন,  ‘অস্ট্রেলিয়া টিমের না আসাটা ছিল তাদের নিজস্ব ব্যাপার। রবিবার আইসিসি এবং সব দলের সঙ্গে মোবাইলে সভা হয়েছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সহ সব উপস্থিত ছিল এবং সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। বিশ্বকাপ খেলতে সব দল বাংলাদেশে আসবে। সবচেয়ে বড় কথা আইসিসি নিশ্চিত করে বলেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সুন্দরভাবে করা সম্ভব।’

ক্রিকেট দলগুলো কখন আসছে এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘আগামী ২০ জানুয়ারি থেকে সব দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসছে। ফলে খুব একটা সময় নেই সামনে। আগামী ১০ দিনের মধ্যে স্টেডিয়ামগুলো আইসিসির কাছে হস্তান্তর করা হবে।’

১২ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে