স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে নতুন বছর শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার পার্থে অনুষ্ঠিত প্রথম ৫০ ওভারের ম্যাচে অজিদের কাছে ধোনি বাহিনী হারে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে। টিম ইন্ডিয়া প্রথমে টসে জিতে ৩০৯ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ৪৯ ওভার ২ বল খেলে জয়ের বন্দরে পৌঁছেন যান স্মিথ বাহিনী।
মঙ্গলবার পার্থে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ৩১০ রান।
ভারতের ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন রোহিত শর্মা। তিনি শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১৬৩ বল খেলে ১৩টি চার ও ৭টি ছক্কায় ১৭১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ৯৭ বলে তার এই ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কার মার ছিল। বল হাতে অস্ট্রেলিয়ার জেমস ফকনার ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন জস হাজলেউড।স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৩০৯ রান সংগ্রহ করে ভারত ক্রিকেট দল। দিনটিতে ১৬৩ বলে ১৭৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাক্তিগত রেকর্ড গড়েন ভারতীয় হার্ডহিটার ব্যাটসম্যান রোহিত শর্মা। তার এ অসাধারণ ইনিংসে ১৩টি চার ও ৭ টি ছক্কার মার রয়েছে। এছড়া কোহলি ৯১ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইটিং স্কোর দাঁড় করায় ভারত।
জবাবে ব্যাট নেমে অজি দলের অধিনায়ক স্মিথ ও জর্জ বেইলের চমৎকার জুটিতে জয় বন্দরে পৌছে যান তারা। এর আগে দুই ওপেনার ওয়ার্নার ও ফ্রিন্স ব্যর্থতার পরিচয় দেয়। দুই ঘরের অঙ্কে পৌঁছানোর আগেই সাজ ঘরে ফেরেন এই দুইজন। এর পর দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ। জর্জ বেইলের সঙ্গে জুটি গড়েন তিনি। দলের হয়ে দু’জনে শতক তুলে নেন। স্মিথের ব্যক্তিগত সংগ্রহ ১৪৯ ও বেইলের ১১২ রান। ভারতীয় দলের পক্ষে তিন উইকেট দখল করেন অশ্বিন। এছাড়াও দুইটি উইকেট পেয়েছেন বারিন্দার স্মরণ।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস