মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৬:০৭:২৭

মাশরাফি-মুস্তাফিজ হতে চান দেশের ৩৫ হাজার তরুণ!

মাশরাফি-মুস্তাফিজ হতে চান দেশের ৩৫ হাজার তরুণ!

স্পোর্টস ডেস্ক: রবি কোম্পানিকে সাথে নিয়ে নতুন পেসার হান্ট সন্ধানে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সারা দেশজুড়ে আয়োজিত এই পেসার হান্টে মাশরাফি-মুস্তাফিজ ও রুবেলের মতো ফাস্ট বোলার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশের ৩৫ হাজার ছেলে-মেয়ে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য উঠে এসেছে।

আট বছর আগের টাইগার রুবেল হোসেন এবং শফিউল ইসলামরা এসেছিলেন এই পেসার হান্ট থেকে। মাঝের সময়টাতে কজন রুবেল হারিয়ে গেছেন তার হিসেব এখন আর বের করা সম্ভব নয়। পেসারদের চাওয়া-শুধু নিয়মিত আয়োজন নয় পেসার হান্টের প্রতিটি সম্ভাবনাময় বোলারকে দেয়া হবে যথাযথ প্রশিক্ষণ আর গড়ে ওঠার সুযোগ।

তাই রুবেল শাহাদাতদের মত জাতীয় দলের হয়ে গতিঝড় তোলার সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না কেউই। এজন্য শেষ বিকেলে আরো কিছু রুবেল বা মাশরাফি হবার স্বপ্নে বল হাতে নিতে চান এই ৩৫ হাজার ছেলে-মেয়ে।

নতুন পেসার হান্ট কার্যক্রমে যে ৩৫ হাজার ছেলে-মেয়েরা আগ্রহ প্রকাশ তা থেকে মাত্র ১২ জন (১০ জন ছেলে এবং ২ জন মেয়ে) বেছে নেওয়া হবে চূড়ান্তভাবে। তাদের যুক্ত করা হবে হাইপারম্যান্স টিমের সঙ্গে। দেওয়া হবে উন্নতর প্রশিক্ষণ। যাতে করে জাতীয় দলের জন্য তাদের প্রস্তুতি করা যায়।

৩৫ হাজার আগ্রহীদের নিমন্ধন কার্যক্রম শুরু হবে ১৪ জানুয়ারি। এরপর দেশের ১৭টি ভেন্যুতে চলবে বাছাই প্রক্রিয়া। সেখান থেকে ১২ জনকে তুলে আনা হবে ঢাকাতে। আর এখান থেকেই রেড়িয়ে আসবে আগামী দিনের মাশরাফি কিংবা কাটার মুস্তাফিজের মতো কিছু অগ্নিঝড়া বোলার।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে