মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৭:৫৫

বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের সোনার পরিমাণ

বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের সোনার পরিমাণ

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ৮ তারিখ থেকে আটটি দল নিয়ে শুরু হয়েছে ঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় আসর। আগামী ২২ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্ণামেন্টের। তবে এর আগে আপনাদের এটুকু জানেন প্রায়োজন বঙ্গবন্ধু গোল্ডকাপে কত ভরি সোনা আছে।  

বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এবার ২১ ভরি সোনা দিয়ে মোড়ানো ট্রফি দেয়া হবে। এক ভরি বাড়ানো হয়েছে। গতবারের টুর্নামেন্টে ২০ ভরি সোনার ট্রফি দেয়া হয়েছিল।

ট্রফির উপরে সোনার ফুটবল থাকবে। তার দুই পাশে সোনার রঙ মেলাতে গিয়ে বলের নীচের অংশটা সোনা দিয়ে মুড়িয়ে দিতে হচ্ছে। তবে চ্যাম্পিয়ন দল আসল ট্রফি পাবে না। তাদেরকে রেপ্লিকা ট্রফি দেয়া হবে। আসল ট্রফি বাফুফের কাছেই থাকবে।

গেল বছর অনুষ্ঠিত টুর্নামেন্টের গত আসরে আসল ট্রফি দেয়া হয়েছিল মালয়েশিয়াকে। এবার রানার্সআপ দলকে দেয়া হবে ১৫ ভরি ওজনের রুপার ট্রফি। এ ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার্সআপ দল পাবেন ২৫ হাজার ডলার।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে