মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৭:১৩:১৪

এই পর্যন্ত যেসব তারকারা ব্যালন ডি-অর জিতেছেন

এই পর্যন্ত যেসব তারকারা ব্যালন ডি-অর জিতেছেন

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের অনেক আকাংক্ষার পুরস্কার ব্যালন ডি-অর চালু হয় ১৯৫৬ সাল থেকে। বর্ষসেরা ফুটবলারের এই খেতাবটি চালু হওয়ার পর থেকে এই নিয়ে ৫ম বারের ব্যালন ডি-অর জিতলেন আর্জেন্টিনার ফুটবলের অধিনায়ক ও বার্সেলোনার সেরা মহাতারকা নিওলেন মেসি। জুরিখে সোমবার ফিফা সদরদফতর জমকালো এক অনুষ্ঠানে মেসির হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। ১৯৫৬ সাল থেকে এই পর্যন্ত যেসকল মহাতারকারা ব্যালন ডি-অর জিতেছেন তাদের নামগুলো একনজর দেখে নেওয়া যাক।

ব্যালন ডি-অর জয়ীরা হলেন :
 
১৯৫৬: স্ট্যানলি ম্যাথিউস (ইংল্যান্ড)
 
১৯৫৭: আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন)
 
১৯৫৮: রেমন্ড কোপা (ফ্রান্স)
 
১৯৫৯: আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন)
 
১৯৬০: লুইস সুয়ারেজ (স্পেন)
 
১৯৬১: ওমর সিভোরি (ইতালি)
 
১৯৬২: জোসেফ মাসোপুস্ট (চেক প্রজাতন্ত্র)
 
১৯৬৩: লেভ ইয়াচিন (ইএসএসআর)
 
১৯৬৪: ডেনিস ল (স্কটল্যান্ড)
 
১৯৬৫: ইউসেবিও (পর্তুগাল)
 
১৯৬৬: ববি চার্লটন (ইংল্যান্ড)
 
১৯৬৭: ফ্লোরিয়ান অ্যালবার্ট (হাঙ্গেরি)
 
১৯৬৮: জর্জ বেস্ট (নর্দার্ন আয়ারল্যান্ড)
 
১৯৬৯: গিয়ানি রিভেরা (ইতালি)
 
১৯৭০: গার্ড মুলার (জার্মানি)
 
১৯৭১: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
 
১৯৭২: ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
 
১৯৭৩: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
 
১৯৭৪: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
 
১৯৭৫: ওলেগ ব্লোকহাইন (ইউআরএসএস)
 
১৯৭৬:  ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
 
১৯৭৭: অ্যালান সিমোনসেন (ডেনমার্ক)
 
১৯৭৮: কেভিন কিগান (ইংল্যান্ড)
 
১৯৭৯: কেভিন কিগান (ইংল্যান্ড)
 
১৯৮০: কার্ল-হেইঞ্জ রুমিনিগে (জার্মানি)
 
১৯৮১: কার্ল-হেইঞ্জ রুমিনিগে (জার্মানি)
 
১৯৮২: পাওলো রসি (ইতালি)
 
১৯৮৩: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
 
১৯৮৪: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
 
১৯৮৫: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
 
১৯৮৬: ইগোর বেলানোভ (ইউএসএসআর)
 
১৯৮৭: রুড গুলিত (নেদারল্যান্ডস)
 
১৯৮৮: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
 
১৯৮৯: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
 
১৯৯০: লোথার ম্যাথিউস (জার্মানি)
 
১৯৯১: জিন-পিয়েওে পাপিন (ফ্রান্স)
 
১৯৯২: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
 
১৯৯৩: রবার্তো ব্যাজিও (ইতালি)
 
১৯৯৪: রিস্টো স্টোইকোভ (বুলগেরিয়া)
 
১৯৯৫: জর্জ ওয়েহ (লাইবেরিয়া)
 
১৯৯৬ : ম্যাথিয়াস সামির (জার্মানি)
 
১৯৯৭: রোনাল্ডো (ব্রাজিল)
 
১৯৯৮: জিনেদিন জিদান (ফ্রান্স)
 
১৯৯৯: রিভালদো (ব্রাজিল)
 
২০০০: লুইস ফিগো (পর্তুগাল)
 
২০০১: মাইকেল ওয়েন (ইংল্যান্ড)
 
২০০২: রোনাল্ডো (ব্রাজিলা)
 
২০০৩: পাভেল নেদভেদ (চেক প্রজাতন্ত্র)
 
২০০৪: আন্দ্রেই শেভচেনকো (ইউক্রেন)
 
২০০৫: রোনালদিনহো (ব্রাজিল)
 
২০০৬: ফ্যাবিও ক্যানাভারো (ইতালি)
 
২০০৭: কাকা (ব্রাজিল)
 
২০০৮: ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
 
২০০৯: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
 
২০১০: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
 
২০১১: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
 
২০১২: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
 
২০১৩: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
 
২০১৪: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
 
২০১৫: লিওনেল মেসি (আর্জেন্টিনা)


১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে