মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৮:০৮

লিরার সেই বাইসাইকেল কিকের জন্য পুরস্কার হাতছাড়া মেসির

লিরার সেই বাইসাইকেল কিকের জন্য পুরস্কার হাতছাড়া মেসির

স্পোর্টস ডেস্ক: ফুটবল দুনিয়ায় গোল মিশন বলা হয় আর্জেন্টিনার ফুটবল ও বর্তমান ব্যালন ডি-অর জয়ী নিওলেন মেসিকে। আর সেই গোল মিশন মেসিকে এবার হেরে যেতে হয়েছে ব্রাজিলের তৃতীয় ডিভিশনের একজন খেলোয়াড়ের কাছে।

সদ্যশেষ হওয়া কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চারজনকে কাটিয়ে অবিশ্বাস্য এক গোল করেছিলেন লিরা। গোইয়ানেসিয়া দলের এই ফুটবলারের বাইসাইকেল কিকের সেই দারুণ গোলে মেসিকে হারিয়ে বছরের সেরা গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন লিরা।

সোমবার ফিফা সদরদফতর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মেসি জিতে নেন ব্যালন ডি-অর পুরস্কার। একি অনুষ্ঠানে মেসিকে হারিয়ে বছরের সেরা গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড লিরা।

লিরা এই পুরষ্কারের জন্য মোট ভোট পেয়ৈছেন ৪৬.৭ শতাংশ । আর মেসি পেয়েছেন ৩৩.৩ শতাংশ। তৃতীয় হওয়া রোমার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি বার্সেলোনার বিপক্ষে সেই দারুণ গোলের জন্য পেয়েছেন ৭.১ শতাংশ ভোট।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে