মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৮:১২:১১

ক্রিকেটখেলা থেকে পাচঁ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে ইরফান

ক্রিকেটখেলা থেকে পাচঁ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে ইরফান

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ের অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন  হংকং ক্রিকেট দলের অলরাউন্ডার ইরফান আহমেদ। তিনি হংকংয়ের জাতীয় দলের হয়ে ছয়টি ওয়ানডে ও আটটি টোয়েন্টি২০ ম্যাচে খেলেছেন।

আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্য হংকংয়ের একাদশে স্থান পেয়েছিলেন ইরফান আহমেদ। তবে ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার দোষী সাব্যস্ত হলে দুই থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।

জানা গেছে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন রাখায় ক্রিকেটের সর্বোচ্চ বড় সংস্থা আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে