স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বিকেলে খুলনা পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার বিকেলে ঢাকা আসার পর মঙ্গলবার জিম্বাবুয়ের ক্রিকেটাররা বিমানে করে যশোরে আসেন তারা। পরে কড়া পুলিশি নিরাপত্তায় তারা সিটি ইন হোটেলে উঠেন।
১৫ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাশরাফিদের বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। সিরিজের বাকি ম্যাগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২২ জানুয়ারি। এরপর সিরিজ শেষে ২৩ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।
বাংলাদেশ সফরে আসার আগে এই সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘোষিত স্কোয়াডে বুসিমুজি সিবান্দা এবং শন উইলিয়ামসকে নতুন দুই চমক হিসেবে রেখেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড: এল্টন চিগম্বুরা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিবা, মুজারাবানি, তেন্দাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রিয়ান ভেটোরি।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস