স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মধ্যেকার চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর কিনেছে ওয়ালটন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এক্সিয়মের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক জানান, সিরিজের নাম হবে ‘ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২০১৬ পাওয়ার্ড বাই মার্সেল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৫ জানুয়ারি। ১৭, ২০ ও ২২ জানুয়ারি হবে সিরিজের বাকি তিনটি ম্যাচ।
এ সিরিজে খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে। মঙ্গলবার সকালে অতিথিরা খুলনায় চলে গেছে। বাংলাদেশ দল অবশ্য গত শুক্রবার থেকেই খুলনায় প্রস্তুতি নিচ্ছে।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস