স্পোর্টস ডেস্ক: নিওলেন মেসির ব্যালন ডি’অর জেতার মূল কারিগর বার্সেলোনার প্রধান কোচ লুইস এনরিকে। তিনি পেয়েছেন ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার। বায়ার্ন কোচ পেপ গার্দিওলা ও চিলিকে কোপা আমেরিকা জেতানো হোর্হে সাম্পাওলিকে পেছনে ফেলেছেন তিনি।
সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার এই পুরষ্কার হাতে তুলে নেন এনরিকে। গত মৌসুমে এনরিকের অধীনে বার্সেলোনা চ্যাম্পিয়নস লীগ, লা লিগা ও স্প্যানিশ কাপসহ ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়। সেরা কোচের এই তালিকায় এনরিকে পিছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলা ও চিলি জাতীয় দলের কোচ জর্জ সাম্পাওলিকে।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস