স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে পার্থের ৩৭ বছরে রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান রোহিত শর্মা। মঙ্গলবার রোহিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ১৭১ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন পার্থ স্টেডিয়ামের হাজারো দর্শককে।
এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনি বাহিনী হার দিয়ে নতুন বছর শুরু করলো রোহিত শর্মার এই রেকর্ড ক্রিকেট ভক্তদের মাঝে সরণ হয়ে থাকবে হাজারো বছর। প্রথমে টসে জিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে ব্যাট করতে মাঠে নামিয়ে মহেন্দ্র সিং ধোনি।
এরপর রোহিতের ব্যাটিংয়ে উপর ভর করে ৩০৯ রানে বিশাল সংগ্রহ দাঁড় করা টিম ইন্ডিয়া। তবে এই রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যান অজি ব্যাটসম্যানরা।
রোহিত ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ভিভিয়ান রিচার্ডসের ১৫৩ রানের অপরাজিত রেকর্ডটা ভাঙে দেন। এই প্রথম পার্থে অজিদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারতীয় ওপেনারের ১৭১ অপরাজিত। অস্ট্রেলিয়া সফরে এসে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে এত রান আগে কেউ করেনি।
এর আগে ১৯৭৯ সালের ১৫৩ নট আউট ছিলেন ভিভিয়ান রিচার্ডস। সেই রেকর্ড ভাঙলের রোহিত। এদিন রোহিত এক ইনিংসে হাঁকালেন ১৩ চার এবং ৭টি ছক্কা। এর আগে অস্ট্রেলিয় সফরে আসা কোনও দলের ব্যাটসম্যানের ঝুলিতে একদিনের ম্যাচে এক ইনিংসে এত ওভার বাউন্ডারির রেকর্ড নেই।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস