মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১১:৩৯:০৪

আর কখনো কি ব্যালন ডি অর জিততে পারবেন রোনালদো!

আর কখনো কি ব্যালন ডি অর জিততে পারবেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবল শাসন করছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার। প্রস্তুত বার্সার আরেক তারকা নেইমারও। তাদের সঙ্গে পাল্লা দিয়ে আর কি পারবেন ৩০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো! পারবেন কি তার হারানো সাম্রাজ্য ফিরে পেতে?

বিশ্ব ফুটবলে মেসি ও রোনালদোর দ্বৈরথের দিকে মুচকি হেসে প্যারিস সেইন্ট জার্মেইয়ের আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া গত বছর বলেছিলেন, আমি যদি ফিফা হতাম, তাহলে ব্যালন ডি অর’র জন্য দুটি পুরস্কার রাখতাম। একটি সেরা দুইজনের লড়াইয়ের শিরোপা হিসেবে আর অন্যটি বাকি সবার জন্য। যদিও তিনি মজা করেই বলেছিলেন, কিন্তু এটা অস্বীকার করার জো নেই যে গত কয়েকবছরে ব্যালন ডি অর দুই ঘোড়ার দৌড়ে পরিণত করেছেন মেসি ও রোনালদো। ২০১১ সাল থেকে সেরা দুইয়ে থেকেই প্রতিযোগিতা শেষ করেছেন মেসি-রোনালদো।

এবার পরিবর্তনের সময় এসেছে। এবার মেসি জিতেছে সেরার পুরস্কার। স্বভাবতই প্রথম রানার আপ রোনালদো। যদিও অনেকের মতেই দ্বিতীয় হওয়া উচিত ছিল নেইমারের। বার্সার ৫টি শিরোপা জয়ে অসাধারণ অবদান রাখেন নেইমার। এবার না পারলেও খুব শিগগিরই নেইমারের হাতে ব্যালন ডি অর দেখছেন অনেকেই।

এবারের সেরা তিনে রোনালদোকেই রাখতে চাননি অনেকে। রোনালদোর বদলে সেখানে সুয়ারেজকে রেখে ২০১০ সালের পর আবারো আরেক ‘অল ব্লগরানা’ প্রতিযোগিতার আশা করছিলেন কেউ।

এই যখন অবস্থা সেরা তিনে থাকাই এখন রোনালদোর জন্য ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! বয়স ৩০ পেরিয়েছে। পারবেন তিনি তরুণ ঘোড়াদের সঙ্গে দৌড়াতে। আবারো কি ফিরতে পারবেন সিংহাসনে! সূত্র-মানবকষ্ঠ
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে